নিউজিল্যান্ডের কাছে ৪৪ রানের হার বাংলাদেশের

ডানেডিনে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলো বাংলাদেশ। টসের পরই এক পশলা বৃষ্টি হানা দেয়। যে কারণে ম্যাচ শুরু করতেই বিলম্ব হযে যায়। এরপর খেলা শুরু হলে আবারও বৃষ্টি নামে। শেষ পর্যন্ত ম্যাচ নির্ধারণ করা হয় ৩০ ওভারের। সেই ৩০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৯ রান সংগ্রহ করে কিউইরা।
মেহেদী হাসান মিরাজ শেষ পর্যন্ত টিকে থাকতে পারলেন। উইকেটও বাকি থাকলো একটি; কিন্তু জয়ের জন্য আর প্রয়োজনীয় বল বাকি থাকলো না। অর্থ্যাৎ, বৃষ্টির কারণে নির্ধারণ করে দেয়া ৩০ ওভার শেষ হয়ে গেলো ৯ উইকেটে বাংলাদেশের ২০০ রানের মাথায়। ডাকওয়ার্থ লুইস মেথডে বাংলাদেশ নিউজিল্যান্ডের কাছে প্রথম ওয়ানডেতে হেরে গেলো ৪৪ রানের ব্যবধানে।
বৃষ্টি আইনে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় সেই ৩০ ওভারেই ২৪৫। কিন্তু ব্যটারদের চরম ব্যর্থতায় বাংলাদেশ আটকে গেলো ২০০ রানের মাথায়। সর্বোচ্চ ৪৩ রান করেন ওপেনার এনামুল হক বিজয়।

You May Also Like

+ There are no comments

Add yours