৬ ডিসেম্বর সকালে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়। বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ থেকে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। আবহাওয়া অধিদপ্তর বঙ্গোপসাগরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করায় যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, জাহাজ বন্ধ ঘোষণার পর ২৫০ জন পর্যটক দ্বীপে অবস্থান করছেন। তাদের যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখা হবে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী জানান, বৈরী আবহাওয়ার ফলে সমুদ্র উত্তাল রয়েছে। যার কারণে অপ্রীতিকর ঘটনা এড়াতে বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।
সেন্টমার্টিনে বেড়াতে গিয়ে ফিরতে না পারা পর্যটকরা পরিস্থিতি ভালো হলে ফিরতে পারবেন। তাদের দেখভালোর ব্যাপারে নির্দেশনা দেওয়া আছে বলে জানান ইউএনও।
+ There are no comments
Add yours