দোষী সেনাসদস্যদের শনাক্ত করা হচ্ছে: আইএসপিআর

সামাজিক যোগাযোগমাধ্যমে সেনা সদস্য কর্তৃক কতিপয় ব্যক্তির সাথে অশোভন আচরণের যে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে তা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত বলে মন্তব্য করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার এ কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাসদস্য কর্তৃক কতিপয় ব্যক্তির সাথে অশোভন আচরণের কয়েকটি ভিডিওচিত্র প্রকাশিত হয়েছে। এ ধরনের ঘটনা সম্পূর্ণরূপে অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত, যা বাংলাদেশ সেনাবাহিনী কখনোই সমর্থন করে না।

আইএসপিআর বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইতোমধ্যে দোষী সেনা সদস্যদের শনাক্ত করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। তথ্য উপাত্ত বিশ্লেষণে প্রাপ্ত দোষী সেনাসদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

You May Also Like

+ There are no comments

Add yours