৫ ডিসেম্বর বিকেলে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ/১৬- এ কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত যুবকের নাম ইমাম হোসেন (৩০)। তিনি ক্যাম্প-১ ইস্ট এর জি/১২ ব্লকের মনি উল্লাহর ছেলে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন জানান, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্যকে বিস্তার করে যুবককে গুলি করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওই এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তিনি আরও বলেন, ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ/১৬ ব্লকে একদল দুর্বৃত্ত ইমাম হোসেনকে গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে এপিবিএন ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এক যুবককে রোহিঙ্গা ক্যাম্পে গুলি করে হত্যা

+ There are no comments
Add yours